ওমানের নয়া সুলতান হাইথাম

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের নতুন সুলতান নির্বাচিত হয়েছেন হাইথাম বিন তারিক আল সাঈদ। দেশটির নতুন সুলতান হিসেবে শনিবার তার শপথ নেওয়ার কথা রয়েছে। নয়া সুলতান ওমানের সদ্যপ্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই। এর আগে তিনি দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন

ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দেশটির সুলতান কাবুস বিন সাঈদ গতকাল সন্ধ্যায় ক্যান্সার ও বার্ধক্যজনিত রোগে মারা যাওয়ার পর উত্তরসূরী হিসেবে হাইথাম বিন তারিক আল সাঈদ সুলতান হলেন।

সুলতান হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সদ্যপ্রয়াত সুলতানের তিন চাচাতো ভাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিক আল সাঈদ, উপ-প্রধানমন্ত্রী তারিক আল সাঈদ ও সাবেক নৌকমান্ডার সিহাব বিন তারিক আল সাঈদ। তবে শেষ পর্যন্ত হাইথাম বিন তারিককে সুলতান হিসেবে নির্বাচিত করা হলো।

এক অভ্যুত্থানে ১৯৭০ সালে বাবা সাঈদ বিন তৈমুরকে ক্ষমতাচ্যুত করে ওমানের ক্ষমতা গ্রহণ করেন সুলতান কাবুস। দেশটির আল সাঈদ রাজবংশের ১৪তম প্রজন্ম তিনি।

ওমানের সুলতান একই সঙ্গে প্রধানমন্ত্রী, সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার এবং প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

এসএইচ-১৯/১১/২০ (আন্তর্জাতিক ডেস্ক)