ভারতে শুক্রবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তার আগে সর্বদল বৈঠকে প্রায় বিরোধীদের প্রবল আক্রমণের মুখে পড়েতে হয়েছে মোদিকে।
তারপরেই সাংবাদিক বৈঠক করে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, যেকোনও বিষয়ে সংসদে আলোচনার জন্য প্রস্তুত সরকার। মোদি আগে থেকেই আঁচ করতে পেরেছেন বাজেট অধিবেশনে এবার বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়তে হবে সরকারকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদল বৈঠকে বিরোধীদের সব বিষয়ে মতামত দেওয়ার কথা বলেছেন। দেশের বিপন্ন আর্থিক পরিস্থিতিতে নতুন দিশা দেখাতে পারে এই আলোচনা।
এমনই মনে করেন প্রধানমন্ত্রী। কারণ বাজেট অধিবেশনে দেশের আর্থিক পরিস্থিতি নিয়েও মোদিকে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হবে।
তবে বাজেট অধিবেশ শুরুর আগেই সিএএ নিয়ে অনড় মনোভাব জানিয়ে দিয়েছেন মোদি। তিনি বিরোধীদের জানিয়েছেন সিএএ গণতান্ত্রিক পদ্ধতিতেই সংসদের অনুমোদন পেয়েছে কাজেই এই নিয়ে আরকোনও আলোচনা তিনি চান না।
সরকার এই বিষয়ে কোনও আলোচনা সরকার শুনতে চায় না বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বার্তাকে ঔদ্ধত্য বলে পাল্টা আক্রমণ করেছে মোদি।
এসএইচ-১৯/৩০/২০ (আন্তর্জাতিক ডেস্ক)