ইমরান খানের ‘স্যালারি’ স্লিপ ফাঁস

প্রতিবেশী দেশ পাকিস্তানে অর্থনৈতিক অস্থিরতা চলছে বলে বারে বারেই বিভিন্ন রিপোর্টে প্রকাশ পেয়েছে। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের দু’বেলা পেট চালানোও রীতিমতো কষ্টসাধ্য হয়ে উঠেছে। বেশ কিছু বাড়িতে উনুনে হাড়িও চড়ছে না বলে কয়েকবার সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল। কিন্তু এসব তো গেল, সাধারণ মানুষের কথা। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বেতনের দিকে তাকালেও ব্যাপারটা খুব একটা স্বস্তিদায়ক না।

ইমরান খান ঠিক কত টাকা বেতন পান, একথা হয়তো অনেকেই জানেন না। কিন্তু উল্লেখ্য বিষয় হল, ইমরান খান যা বেতন পান তা প্রধানমন্ত্রী হিসেবে সত্যিই কম। তাতে সংসার চালানোও রীতিমতো মুশকিল।

নিজেই স্বীকার করলেন সংসার চালানোর কথা:

খোদ পাক প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, তাঁর স্যালারির টাকা দিয়ে ঘরের সংসার চালানোও মুশকিল হয়ে পড়ছে। জানা গিয়েছে, ইমরান খান ব্যাবসায়ীদের সঙ্গে আলোচনার সময় একথা জানিয়েছেন। প্রকৃতপক্ষে, ব্যাবসায়ীদের ট্যাক্স সংক্রান্ত আলোচনার সময় নিজের কম মাইনের কথা উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী।

ইমরানের কথা মিথ্যা বলে দাবি:

অভিযোগ উঠেছে পাক প্রধানমন্ত্রীর এই দাবি মিথ্যা। পাক জনতার মন জিততে একথা বলছেন বলে মনে করছেন অনেকে। প্রকৃতপক্ষে পাক নাগরিকেরা নিজেদের প্রয়োজনের তুলনায় টাকা বেশ কম আয় করছেন বলে দাবি। তাছাড়া পাকিস্তানে রুটি, ডাল, চাল ও অন্যান্য খাবারের দামও বেশ কয়েকগুণ বেড়ে গিয়েছে।

বিস্ফোরক অভিযোগে দাবি উঠেছে, পাক নাগরিকদের যা অবস্থা, ইমরান খান সেই ব্যাপারটাই নিজের ক্ষেত্রেও তুলে ধরতে চাইছেন। স্পষ্টই দেখা যাচ্ছে, পাক প্রধানমন্ত্রীর যা বেসিক বেতন তা দিয়ে সাধারণ পাক নাগরিকদের সংসার যথেষ্ট ভালো ভাবেই চলে যাবে। পাকিস্তানের টাকায় ইমরান খানের বেতন ১ লক্ষ ৭ হাজার ২৮০ টাকা।

সংবাদ মাধ্যমে ফাঁস ইমরান খানের স্যালারি স্লিপ:

জি মিডিয়ার নিউজ চ্যানেল WION পাক প্রধানমন্ত্রীর স্যালারি স্লিপ হাতে পেয়েছে। যেখানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, ইমরান খানের বেতন। তাঁর মাসিক মূল বেতন দেখা যাচ্ছে পাকিস্তানি রুপিতে ২ লাখ ১ হাজার ৫৭৪ টাকা। এর ওপরে ট্যাক্স বসে, সেই ট্যাক্স কাটার পর পাক প্রধানমন্ত্রী পান ১ লক্ষ ৯৬ হাজার ৯৭৯ টাকা। অন্যদিকে ইমরান খান বারবার অভিযোগ করেন, বিরোধী নেতারা ট্যাক্সের টাকা চুরি করেন।

বেতন বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়:

বেসিক বেতন: ১ লক্ষ ৭ হাজার ২৮০ টাকা।

অন্য মাসিক ভাতা: ৫০ হাজার টাকা।

ত্রান ভাতা : ২১ হাজার ৪৫৬ টাকা।

ট্যাক্স কাটা যায়: ৪৫৯৫ টাকা

নেট বেতন: ১ লক্ষ ৯৬ হাজার
মন্ত্রীদের থেকেও কম বেতন:

ভারতীয় মুদ্রায় ইমরান খানের বেতন ১ লাখ টাকা। যা কিনা অন্য দেশের প্রধানমন্ত্রীদর বেতন থেকে অনেকটাই কম। পাকিস্তানের সংবাদ মাধ্যম দাবি করেছে, ইমরান খানের বেতন অন্যান্য পাকিস্তানি মন্ত্রীদের থেকেও কম।

এসএইচ-১১/১৩/২০ (আন্তর্জাতিক ডেস্ক)