দিল্লির সহিংসতায় মন খারাপ জাতিসংঘ মহাসচিবের

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সহিংসতায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন এবং দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে অশান্তির আগুনে জ্বলছে ভারতের দিল্লি। দিল্লির মৌজপুর, ব্রহ্মপুরী, ভজনপুরা চক, গোকুলপুরী ছাড়িয়ে দাঙ্গা ছড়িয়ে পড়ছে নগরীর আনাচে কানাচে। সহিংসার ঘটনায় মৃতের সংখ্যা ক্রমে বাড়ছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দিল্লিতে সহিংস ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। আহত হয়েছে প্রায় ২৫০ জন।

এ হতাহতের ঘটনায় মনে কষ্ট পেয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানি দুজারিকের বরাত দিয়ে বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গুতেরেস সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন।

এসএইচ-১৫/২৭/২০ (আন্তর্জাতিক ডেস্ক)