যুক্তরাষ্ট্রের কালো তালিকার উগ্রবাদি সন্ত্রাসী সংগঠন তৎপর বাংলাদেশে!

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) চিহ্নিত এবং দেশটির অর্থ মন্ত্রণালয়ের কালো তালিকা ভুক্ত কয়েকটি উগ্র-সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ তৎপর হয়ে উঠেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশে তৎপর সন্ত্রাসীবাদী সংগঠনগুলোর মধ্যে গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, বেনেভোলেন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, আল হারমাইন ইসলামিক ফাউন্ডেশন, রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ, আইসিস-বাংলাদেশ, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ও হরকত-উল জিহাদের নাম উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

এসব সংগঠনের প্রত্যেকটিই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়ের কালো তালিকার অন্তর্ভুক্ত।

এদের মধ্যে আল হারমাইন ইসলামিক ফাউন্ডেশন ও রিভাইভাল অব ইসলামিক হেরিটেজের বিভিন্ন দেশের অফিসের যে ঠিকানা রয়েছে, তার মধ্যে ঢাকার উত্তরায় ওই দুই সংস্থার অফিস আছে বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ।

এসএইচ-১৩/২৯/২০ (আন্তর্জাতিক ডেস্ক)