গর্ভবতী ক্যারিকে বিয়ে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন তার দীর্ঘদিনের সঙ্গী ক্যারি সাইমন্ডস গর্ভবতী। সরকারি বাসভবন ও দফতর ১০ ডাউনিং স্ট্রিট থেকে শনিবার এই কথা জানানোর সময় বিয়ে করার ঘোষণাও দেন। খবর সিএনএন’র।

ব্রিটেনে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এর আগে সর্বশেষ সন্তানের মুখ দেখেন ডেভিড ক্যামেরন, ২০১০ সালে।

৫৫ বছর বয়সী জনসনের দ্বিতীয় স্ত্রীর ঘরে চার সন্তান আছে।

৩১ বছর বয়সী সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন তিনি।

জনসন প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর ব্রেক্সিট চুক্তি নিয়ে বেশ বিপাকে পড়েন। অনেক আলোচনা-সমালোচনার ভেতর আবার নির্বাচিত হয়ে চুক্তি সম্পন্ন করেছেন।

এসএইচ-২০/০১/২০ (আন্তর্জাতিক ডেস্ক)