রয়্যাল মেরিনের ক্যাপ্টেন জেনারেল প্রিন্স হ্যারি শেষবারের মতো এক দাতব্য অনুষ্ঠানে রয়্যাল অ্যালবার্ট হলে উপস্থিত হন। সঙ্গে ছিলেন স্ত্রী মেগান মর্কেল।
এরপর আর কখনও এই বিদায়ি প্রিন্সকে ব্রিটিশ সামরিক উর্দিতে দেখা যাবে না। কারণ সকল পদবির সঙ্গে তিনি সম্মানসূচক সামরিক খেতাবগুলোও ত্যাগ করছেন।
এসময় রয়্যাল অ্যালবার্ট হলে অভ্যাগতরা তাদের দাঁড়িয়ে স্বাগত জানান। ৯৮ বছর বয়সী দাদা প্রিন্স ফিলিপের বদলে এই পদে আসিন হয়েছিলেন হ্যারি। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন তা জানা যায়নি।
ডিইক এবং ডাচেস অব সাসেক্স জুটি অ্যালবার্ট হলে প্রবেশ করতেই জাতীয় সঙ্গীত বেজে ওঠে। এসময় আবেগপ্রবণ হয়ে উঠেন প্রিন্স হ্যারি। তবে মেগানকে স্বাভাবিকই দেখা গেছে।
অ্যালবার্ট হলের রয়্যাল বক্সের বসেছিলেন এই জুটি। এরপর থেকে এই হলে এলেও এই বক্সে আর কখনই বসতে পারবেন না তারা।
এসএইচ-১৬/০৮/২০ (আন্তর্জাতিক ডেস্ক)