মনিকা নিয়ে ফের ক্লিনটনের ঝড়

শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সারা বিশ্বেই আলোড়নের সৃষ্টি করেছিল মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির গোপন অভিসার।গত শতাব্দীর ১৯৯০ এর দশকে যৌন কেলেঙ্কারির জেরে সেসময় প্রেসিডেন্ট ক্লিন্টনকে ইমপিচ করা অর্থাৎ সংসদীয় বিচারের মাধ্যমে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করার কথাও উঠেছিল।

সেসময়ের ঘটনা নিয়ে সাবেক এ প্রেসিডেন্ট দাবি করেছেন, মানসিক চাপ এবং উদ্বেগ কমানোর জন্যই তিনি মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। তার নতুন এ বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। সূত্র : বিবিসি।

‘হিলারি’ নামের একটি ধারাবাহিক তথ্যচিত্রের অংশ হিসেবে ক্লিনটন এ মন্তব্য করেছেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের পাবলিক জীবন নিয়ে এ তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগে ১৯৯৮ সালে বিল ক্লিনটনকে ইমপিচ করা হয়েছিল। কিন্তু সিনেটের শুনানিতে তিনি রেহাই পেয়েছিলেন। এই সম্পর্কের সময় লিউনস্কি ছিলেন হোয়াইট হাউসে ২২ বছর বয়সী একজন শিক্ষানবিস।

১৯৯০ এর দশকের শেষদিকে প্রেসিডেন্ট থাকাকালীন মনিকা লিউনস্কির সঙ্গে ক্লিনটনের সম্পর্কের বিষয়টি সংবাদমাধ্যমে প্রধান খবর হয়ে উঠেছিল। তারপর প্রথমে এ সম্পর্কের কথা স্রেফ অস্বীকার করেছিলেন ক্লিনটন। তবে পরবর্তীতে স্বীকার করেছিলেন যে, তার সঙ্গে ‘অসঙ্গত ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ’ হয়েছিল।

আবার ১৯৯৮ সালে মার্কিন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর ক্লিনটনের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, ‘ওই নারীর সঙ্গে আমার কোনো যৌন সম্পর্ক ছিল না।’ অন্যদিকে লিউনস্কি উল্লেখ করেছিলেন, প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক পারস্পরিক সম্মতিতে হয়েছিল।

এদিকে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবং তথ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘হুলু’কে ক্লিনটন বলেছেন, ‘আমি যা করেছি, তা খারাপ ছিল, কিন্তু এটা এরকম ছিল না যে, কাজটা আমি ভেবেচিন্তে করেছি। বছরের পর বছর ধরে চলা মানসিক চাপ, উদ্বেগ সামলাতে আমি সেসব কাজ করেছি।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার কার্যালয়ে তৎকালীন শিক্ষানবিশ মনিকা লিউনস্কির মধ্যকার সম্পর্ক নিয়ে আজও আলোচনা হয়। এ সম্পর্কের কারণে হোয়াইট হাউস থেকে বিতাড়িত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ক্লিনটন। আর সে সম্পর্কের ইতি ঘটার ২০ বছর পর আজও মনিকা অনুশোচনায় ভোগেন, ব্যথিত হন। যৌন নিপীড়নের বিরুদ্ধে বিশ্বজুড়ে শুরু হওয়া ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের সময় কথা বলেছেন মনিকা। তখন ক্লিনটনের সঙ্গে সম্পর্কের বিস্তারিত জানান তিনি।

এসএইচ-২০/০৮/২০ (আন্তর্জাতিক ডেস্ক)