দুবাই শেখ তার মেয়েকে ১১ বছর বয়সে বিয়ের জন্যে জবরদস্তি করেন

২২ বছরের বড় সৌদি প্রিন্স বিন সালমানের সঙ্গে প্রিন্সেস জালিলাকে জোরপূর্বক বিয়ে দিতে চেয়েছিলেন দুবাইয়ের শেখ মোহাম্মদ আল মাকতোম। মিডিল ইস্ট মনিটর

ব্রিটিশ আদালতে বিষয়টি উপস্থাপন করেন শেখের স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হুসেইন।

গত বছর প্রিন্সেস হায়া আমিরাত থেকে ব্রিটেনে পালিয়ে আসেন এবং তার স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা রুজু করেন।

২০০০ সালে বিলিওনারি দুবাই শেখ তার মেয়েকে অপহরণ করেন বলে অভিযোগ ওঠে।

১৮ বছর বয়সে শেখের মেয়ে শামসাকে কেমব্রিজ থেকে অপহরনের পর দুবাইতে নেয়া হয় এবং তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। তাকে মারধর করে বলেও অভিযোগ ওঠে।

এর এক বছর পর শামসার ছোট বোন লতিফা ওমান সীমান্ত দিয়ে পালিয়ে যাবার সময় এক ফরাসি নৌবাহিনীর কর্মকর্তা জিয়ান-পিয়ারে তাকে ভারতের গোয়ায় পৌঁছে দেয়ার উদ্যোগ নেন।

কিন্তু তার আগেই ভারত ও আমিরাতের কমাণ্ডো লতিফাকে অপহরণ করে দুবাইতে নিয়ে যায়।

এসএইচ-২২/১২/২০ (আন্তর্জাতিক ডেস্ক)