করোনাভাইরাস: এবার ফিলিপাইনে জরুরি অবস্থা জারি

করোনাভাইরাস, এবার, ফিলিপাইন, জরুরি, অবস্থা, জারি,

চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের এক মাস কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনার প্রভাবে দেশটিতে আগে স্কুল, সরকারি অফিসসহ সব কিছু বন্ধ রয়েছে। শনিবার মেট্রোপলিটন ম্যানিলা ডেভেলপমেন্ট অথরিটির জেনারেল ম্যানেজার হোসে আর্থার গার্সিয়া জুনিয়র বলেছেন, রোববার থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে।

ফিলিপাইনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা বলছেন, শনিবারে সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯৮।

মেট্রো ম্যানিলায় কারফিউ দেওয়ার ক্ষেত্রে মেয়রকে অনুমোদন নিতে হয় প্রেসিডেন্টের। শনিবার ফিলিপাইনের কর্মকর্তারা রাজধানীতে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছেন।

এর অর্থ হলো– লোকজন শুধু জরুরি কাজ সারতে দিনেরবেলায় ঘরের বাইরে যেতে পারবে। এর আগে এ সপ্তাহে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন উপায় অবলম্বন করেন প্রেসিডেন্ট দুতের্তে।

এর মধ্যে রয়েছে স্থল, আকাশ ও সমুদ্র বন্দর দিয়ে রাজধানী ম্যানিলার সঙ্গে অভ্যন্তরীণ সব যোগাযোগ বন্ধ থাকবে।

নিষিদ্ধ করা হয় কনসার্ট ও সিনেমা প্রদর্শন। এছাড়া সব স্কুলের ক্লাস এক মাস পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এসএইচ-১৯/১৫/২০ (আন্তর্জাতিক ডেস্ক)