প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নির্ধারণে মানচিত্র প্রণয়নে চীনকে চাপ ভারতের

ভারতের সেনা সদর মনে করে, একটি সঠিক মানচিত্র তৈরি করতে পারলে দুই দেশের মধ্যে বিবাদমান সীমান্ত সমস্যা অনেকটাই কমে আসবে।

দুই দেশই আলোচনার ভিত্তিতে সেনা প্রত্যাহার করেছে। ভারত এবং চীন উভয় পক্ষের সেনারাই ফিরে গেছে নিজ নিজ পুরোনো পেট্রোলিং পোস্টে। তাই মাঝখানে পড়ে আছে বেশ কিছু মালিকানাহীন ভূমি।

ভারত সরকারের একটি সূত্র বলছে, এটি বাস্তবায়িত হলে দুই দেশের সীমানা নির্ধারণ একদম সহজ হয়ে যাবে। সহজ হবে সীমান্ত পাহারা ও পেট্রোলিং। ইকোনমিক টাইমস।

২২ দফা আলোচনার পরেও এই সেক্টরের মানচিত্র হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছে চীন। তাই এবার কূটনৈতিক চ্যানেলে চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সিনহুয়া

ভারতের সেনাসদর মনে করে, মানচিত্র দিতে না চেয়ে চীন আসলে সমস্যা জিইয়ে রাখতে চাচ্চে। তারা এই অঞ্চলে শান্তি আনয়নে রাজি নয়।

আজকের আলোচনায় একটি মধ্যস্থতাকারী বাফার স্টেটের প্রস্তাব উঠতে পারে। চীন প্রতিবেশী কোনও দেশকে বাফার স্টেট বানানোর প্রস্তাব দিতে চায়।

এক্ষেত্রে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও ভুটানের কোনও একটি দেশই এই দায়িত্ব পালন করতে পারে। তবে নেপাল ও ভুটানের অবকাঠামোগত সক্ষমতা না থাকায় তাদের এই দায়িত্ব পালনের সম্ভাবনা নেই বললেই চলে।

এসএইচ-২১/১৩/২০ (আন্তর্জাতিক ডেস্ক)