চীনে ইন্টার্নশিপের সুযোগের দাবিতে নেপালি শিক্ষার্থীদের বিক্ষোভ

২০১৪ সালে চীনে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া নেপালি শিক্ষার্থীদের করোনা মহামারীতে ইন্টার্নশিপের বিভিন্ন পর্যায়ে থাকা অবস্থায় চীন ছাড়তে বাধ্য হন।

চীনে ফেরত যাওয়া অনিশ্চিয়তার কারণে শিক্ষার্থীদের ইন্টার্নশিপে যোগদান সম্ভব হচ্ছে না। চীনের উহান থেকে পৃথিবী জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা দেশেই অবস্থান করছেন।

নেপালের বাশবারিতে নেপাল মেডিক্যাল কাউন্সিলের (এনএমসি) বাইরে ২৩ মার্চ মঙ্গলবার তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, নেপালেই যেন তাদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়। কারণ তারা শিগগিরই চীনে ফিরতে পারছেন না।

চীনা বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) বিভাগের ১৫২ জন শিক্ষার্থী এনএমসির সামনে জড়ো হয়।

শিক্ষার্থীরা প্রায় ছয় মাস আগে নেপালের মেডিক্যাল এডুকেশন কমিশন (এমইসি) এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (এমইএসটি) কাছে একটি চিঠি পাঠায়। তবে সরকারি সংস্থাগুলো এখনো তাদের উদ্বেগের কথা জানায়নি। এনএমসি একটি বিধিবদ্ধ সংস্থা যা চিকিৎসা শিক্ষা এবং নেপালের ডাক্তারদের নিবন্ধন নিয়ন্ত্রণ করে।

এদিকে, এনএমসি সদস্য ড. শিবাজী পোডেল স্বীকার করেছেন, ২০১৫ সালের ব্যাচও একই সমস্যার সম্মুখীন হবে। ছাত্রদের সমস্যা সমাধানের জন্য আইনি সুবিধা নিয়ে আলোচনা করা হচ্ছে। এনএমসি এ ব্যাপারে এমইসির কাছ থেকে একটি নির্দেশিকা পাওয়ার পর এনএমসি এই সুবিধা বাস্তবায়ন করতে প্রস্তুত।’

এসএইচ-১৫/২৬/২১ (আন্তর্জাতিক ডেস্ক)