নিখোঁজ রাজকুমারীর দেখা মিলল স্পেনে

দুবাই শাসকের মেয়ে রাজকুমারী লতিফা কয়েক মাস ধরে নিখোঁজের মধ্যেই তার নতুন একটি ছবি সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে রাজকুমারী লতিফাকে তার এক বান্ধবীর সঙ্গে স্পেনে মাদ্রিদ বিমানবন্দরে দেখা যায়। খবর বিবিসির।

ইনস্টাগ্রামে ওই ছবি পোস্ট করেছেন রাজকুমারীর দীর্ঘদিনের বান্ধবী সায়োনেড টেলর।

২০১৮ সালে রাজকুমারী লতিফা পারিবারিক বিধিনিষেধ ভাঙার চেষ্টায় পালাতে গিয়ে ভারত মহাসাগরে একটি নৌকায় ধরা পড়ার পর তাকে দুবাই ফিরিয়ে আনা হয়।

ওই ঘটনা সারাবিশ্বে আলোচনার জন্ম দেয়। আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আবারও সামনে চলে আসে নারী অধিকারের বিষয়টি।

এর আগে গত মে মাসে ইনস্টাগ্রামে লতিফার সঙ্গে দুটি ছবি পোস্ট করেন সায়োনেড টেলর। একটি ছবিতে দুবাইতে একটি শপিংমলে লতিফার সঙ্গে টেলরকে দেখা যায়। আরেকটি ছবিতে তাদের একটি রেস্তোরাঁয় দেখা গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে আলোচিত হন রাজকুমারী লতিফা। সেই সময় তার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাজকুমারী বলছেন, তাকে জিম্মি করে রাখা হয়েছে। তিনি প্রাণনাশের শঙ্কায় রয়েছেন।

এসএইচ-০২/২৩/২১ (আন্তর্জাতিক ডেস্ক)