টেলিভিশনের পর্দায় ফিরলেন আফগান নারীরা

আফগানিস্তানের অন্যতম বড় টেলিভিশন স্টেশন তোলোনিউজের সংবাদ উপস্থাপনায় ফিরে এসেছেন নারীরা। তালেবান বাহিনী কাবুল দখল করার পর থেকে দেশটির টেলিভিশন স্টেশনগুলোতে নারীদের উপস্থিতি ছিল না।

সংবাদ উপস্থাপনা করছিলেন কেবল পুরুষ উপস্থাপকেরা। তবে সোমবার টুইটারে একটি ছবি পোস্ট করেন তোলোনিউজের সংবাদ প্রধান মিরাকা পোপাল। সেখানে দেখা যায়, লাইভ অনুষ্ঠানে তাদের একজন নারী সঞ্চালক তালেবান গোষ্ঠীর এক মুখপাত্রের সাক্ষাৎকার নিচ্ছেন।

মিরাকা পোপালের পোস্ট করা আরেক ছবিতে হিজাব পরা এক নারীকে বার্তাকক্ষের সকালের বৈঠকে অংশ নিতে যায়।

তালেবান কাবুলে প্রবেশ করার পরপরই কাবুলের দেয়াল থেকে নারীদের ছবি মুছে ফেলে।

নব্বইয়ের দশকে তালেবানের শাসনামলে আফগানিস্তানে মেয়েদের চাকরি করার সুযোগ ছিল না। ঘরের বাইরে বের হওয়ারও বাধা ছিল। তবে এবার তালেবান প্রতিশ্রুতি দিয়েছে, নারীদের প্রতি ‘পূর্ণ সম্মান ও অধিকার’ দেবে তারা।

এসএইচ-০৪/১৭/২১ (আন্তর্জাতিক ডেস্ক)