দেশে ফিরতে চান আশরাফ গনি, স্বাগত জানাবে তালেবান

আফগানিস্তানে ফেরার গুঞ্জন উঠেছে সদ্য সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির। শোনা যাচ্ছে, আশরাফ গনি নিজ দেশে ফিরতে চান, পাশাপাশি তালেবানও মনে করছে সাবেক প্রেসিডেন্টের দেশে ফেরাই উচিত। দেশ ছেড়ে গিয়ে তিনি ভুলই করেছেন।

তালেবান-অধিকৃত আফগানিস্তান থেকে পালিয়েছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বিভিন্ন দেশে ঠাঁই পাওয়ার প্রত্যাশায় ঘুরছিলেন বলে শোনা গিয়েছিল। পরে জানা গিয়েছিল, মানবিকতার খাতিরে তাকে আশ্রয় দেয় সংযুক্ত আরব আমিরাত। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, নিজের দেশেই ফিরতে চাইছেন আশরাফ। এমনই জানিয়েছেন আশরাফের ভাই হাসমত গনি।

আফগানিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি, শিগগিরই অন্তর্বর্তী সরকার গড়তে চলেছে তালেবান। অর্থাৎ বোঝা যাচ্ছে এই আবহে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই তালেবান তাকাচ্ছে চারপাশে। আর এর প্রথম দৃষ্টান্ত সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে ক্ষমা করে দেওয়া। শুধু তাই নয়, আশরাফ আফগানিস্তানে ফিরে আসতে পারেন বলেও জানিয়েছে তালেবান। গনির ভাইও জানিয়েছেন, গা ঢাকা দিয়ে থাকতে চান না স্বয়ং আশরাফও। দেশে ফিরতে চান তিনি।

২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট আশরাফ। ১৫ আগস্ট তালেবান কাবুলে প্রবেশ করতেই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। তার প্রতি অভিযোগ ছিল তিনি নাকি টাকা ও অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে পরিবারসহ আফগানিস্তান ছেড়েছেন। তবে কয়েকদিন বাদেই এক ভিডিও বার্তায় গনি বলেন, টাকা নিয়ে আসা তো দূরের কথা, স্যান্ডেল ছেড়ে বুট জুতো পরার সুযোগটুকুও তিনি পাননি। শুধু তাই নয়। তিনি জানান, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হত তাকে। তাই দেশ ছেড়ে পালিয়ে এসেছেন তিনি।

অন্যদিকে জানা গেছে, হাক্কানি গোষ্ঠী সম্প্রতি সবাইকে ক্ষমা করে দিয়েছে। আশরাফ গনি, আমরুল্লাহ সালেহ প্রমুখের সঙ্গে তাদের কোনও শত্রুতা নেই। এদিকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরই তালেবানের লক্ষ্য। সকলকে ক্ষমা করে দেওয়ার এই পরিস্থিতিতে আশরাফের তাই কাবুলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

এসএইচ-০৯/২৯/২১ (আন্তর্জাতিক ডেস্ক)