তালেবানদের সরকার প্রধান কে এই হাসান আখুন্দ?

আফগানিস্তানে তালেবানের সরকার গঠনের পর নতুন পদে বসেছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। কাবুল দখলের ২৩ দিন পর মঙ্গলবার হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান।

এর আগে, ১৯৯৬ থেকে ২০০১ সালে পর্যন্ত হাসান আখুন্দ তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তালেবানের সরকার গঠনের ঘোষণার পর আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তালেবান নেতার জন্ম আফগানিস্তানের কান্দাহার প্রদেশে। এই প্রদেশ থেকেই তালেবানের যাত্রা শুরু হয়েছিল। তিনি তালেবানের প্রতিষ্ঠাকালীন সদস্য।

হাসান আখুন্দের নাম জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় আছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২০ বছর ধরে তিনি তালেবানের সিদ্ধান্ত গ্রহণকারী সবচেয়ে শক্তিশালী শাখা রাহবার-ই-শুরার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেই সাথে তালেবান নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদার সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

এসএইচ-০৩/০৮/২১ (আন্তর্জাতিক ডেস্ক)