একযোগে রাজস্থানের সব মন্ত্রীর পদত্যাগ

একযোগে পদত্যাগ করলেন রাজস্থানের রাজস্থানের সব মন্ত্রী। রাজস্থান মন্ত্রিসভায় সদস্যের ২১ জনই পদত্যাগ করেছেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শনিবার একটি মুলতুবি মন্ত্রিসভা রদবদলের আগে সব মন্ত্রীর পদত্যাগের আবেদনপত্র সংগ্রহ করেন।

পরিবহন মন্ত্রীর দায়িত্বে থাকা প্রতাপ সিং খাচারিয়াওয়াসকে উদ্ধৃত করে, পিটিআই নিউজ এজেন্সি জানিয়েছে যে, বৈঠক চলাকালীন সব মন্ত্রী পদত্যাগ করেছেন, গেহলট তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

খাচারিয়াওয়াস বলেছেন “আমাদের রবিবার দুপুর ২টায় পিসিসি অফিসে যেতে বলা হয়েছে যেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, এআইসিসি (অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি) সাধারণ সম্পাদক অজয় মাকেন এবং পিসিসি (প্রদেশ কংগ্রেস কমিটি) প্রধান গোবিন্দ সিং দোতাসরা আরও নির্দেশ দেবেন।’

রাজস্থান কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসরা, যিনি শুক্রবার অন্য দুই মন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বৈঠকের শুরুতে একটি প্রস্তাব উত্থাপন করেন তিনি, যার পরে সক মন্ত্রী পদত্যাগ করেন।

এসএইচ-১৭/২০/২১ (আন্তর্জাতিক ডেস্ক)