বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে ডেল্টার চেয়েও দ্রুত হারে। নতুন করে এবার প্রথম চীনে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের বৃহস্পতিবার চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে টেস্ট করাতে আসেন। টেস্টের জন্য দেওয়া নমুনা বিশ্লেষণ করে দেখা যায়- ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত। বর্তমানে তিনি তিয়ানজিনের একটি হাসপাতালে আইসোলেশনে আছেন।
চীন ছাড়াও নতুন করে আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। এতে বিশ্বব্যাপী দেখা দিয়েছে আতঙ্ক। তবে ডেল্টার তুলনায় এটির ভয়াবহতা কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গেল কয়েকদিনে নতুন করে আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। এ তালিকায় যুক্ত হয়েছে মরিশাস, বাহরাইন, সাইপ্রাস ও মালাওয়ি। এদিকে আগে ছড়িয়ে পড়েছে এমন দেশগুলোতেও ওমিক্রন সংক্রমণের হার বাড়ছে। এতে বিশ্বব্যাপী আতঙ্ক তৈরি হচ্ছে।
রোববার নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণের হার দাঁড়িয়েছে পাঁচ কোটিতে। তার মধ্যে আবার ওমিক্রনের হানা। দেশটিতে ২২টিরও বেশি অঙ্গরাজ্যে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আতঙ্কিত সেখানকার মানুষ। এদিকে রাশিয়াতেও করোনা সংক্রমণের হার এক কোটি ছাড়িয়েছে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণও বাড়বে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ওমিক্রন সংক্রমণের কারণে যুক্তরাজ্য ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তার মতে, ওমিক্রন মোকাবিলায় দুই ডোজ টিকা যথেষ্ট নয়।
তিনি বলেন, সামনে ওমিক্রনের বড় ঢেউ আসতে চলেছে। আমি উদ্বিগ্ন! ওমিক্রন মোকাবিলায় টিকার দুই ডোজ যথেষ্ট নয়। বিশেষজ্ঞরা এখনো জানেন না ওমিক্রন কতটা ভয়াবহ হবে। তাই আমাদের আগে থেকেই টিকার বুস্টার ডোজ প্রদানের কর্মসূচি জোরদার করতে হবে।
এদিকে ভারতে ওমিক্রন শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৬। দেশটির ছয়টি রাজ্য ও দুটি ইউনিয়ন টেরিটোরিতে শনাক্তের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এরই মধ্যে ভ্যারিয়েন্টটি মোকাবিলায় মহারাষ্ট্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও মুম্বাই সমুদ্র সৈকতে দেখা গেছে লোক সমাগম। এখনো রাস্তায় অনুষ্ঠিত হচ্ছে সভা-সমাবেশ।
জেনোম সিকুয়েন্সিংয়ের মাধ্যমে ওমিক্রন শনাক্তে নির্ভুল ফল পেতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত হারে ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় গুরুতর নয়। এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের উপসর্গ ডেল্টার তুলনায় মৃদু। তবে ওমিক্রন কতটা ভয়াবহ তা নিশ্চিত হতে এখনো বিস্তর গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা।
এসএইচ-২২/১৩/২১ (আন্তর্জাতিক ডেস্ক)