যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে সংক্রমিত ৭৩ শতাংশই ওমিক্রন আক্রান্ত

বিশ্বজুড়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যুক্তরাষ্ট্রে রীতিমতো দাবানলের মতো ছড়াচ্ছে ভ্যারিয়েন্টটি।

দেশটিতে গত সপ্তাহে শনাক্ত মোট রোগীর ৭৩ দশমিক ২০ শতাংশই ওমিক্রন আক্রান্ত ছিল বলে জানিয়েছে আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন শনিবার শেষ হওয়া সপ্তাহে ওমিক্রন সংক্রমণের উল্লম্ফনের এই তথ্য জানিয়েছে।

একই সময়ে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অরিগন, ওয়াশিংটন ও আইডাহো অঙ্গরাজ্যে শনাক্ত রোগীদের ৯৬ দশমিক ৩০ শতাংশই ছিল ওমিক্রন আক্রান্ত।

এদিকে ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৩ হাজার ৫৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬২৩ জন।

এসএইচ-০৪/২১/২১ (আন্তর্জাতিক ডেস্ক)