৭০ শতাংশ মানুষ টিকা পেলে করোনা শেষ হবে

২০২২ সালের জুলাইয়ের মধ্যে বিশ্বের প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে পারলে করোনা মহামারি রোধ হবে বলে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসিস।

মঙ্গলবার ওয়ান ক্যাম্পেইন নামে দারিদ্র্য নিরসন ও রোগ মোকাবিলা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের টুইট শেয়ার করে এ দাবি করেন ডব্লিউএইচও প্রধান।

তিনি বলেন, আগামী জুলাইয়ের মধ্যে সব দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার দেওয়ার লক্ষ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় ওয়ান ক্যাম্পেইনকে ধন্যবাদ। আমরা যদি টিকা বণ্টন সমতা অর্জন করতে পারি, তাহলেই মহামারির সমাপ্তির দিকে যেতে পারব’।

দীর্ঘদিন ধরে বিশ্বনেতাদের প্রতি টিকার বণ্টনে সমতা আনার জন্য আহ্বান জানিয়ে আসছেন গ্রেব্রেয়াসিস।

কিন্তু সেভাবে সাড়া পাচ্ছেন না তিনি। অনেক দেশ এখন উল্লেখযোগ্যসংখ্যক মানুষকে করোনার টিকা দিতে পারেনি। কারণ, তাদের কাছে পর্যাপ্ত টিকা নেই। অন্যদিকে, ওমিক্রনের প্রকোপ শুরু হওয়ায় অনেক দেশ বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) দিচ্ছে।

এ ব্যাপারে গেব্রেয়াসিস বলেন, শুধু বুস্টার ডোজ দিয়ে কোভিড মহামারি অবসান ঘটানো সম্ভব নয়।

গত ৩১ ডিসেম্বর ডব্লিউএইচও প্রধান বলেন, মহামারি রোধে টিকা বণ্টনে সমতা আনতে হবে। এর দুই দিন আগে তিনি বলেন, ডেলটা ধরনের চেয়ে ওমিক্রন ধরনের বিস্তার অত্যন্ত উদ্বেগের। এতে করোনা সংক্রমণের সুনামি দেখা দিতে পারে।

এসএইচ-০৯/০৫/২২ (আন্তর্জাতিক ডেস্ক)