রমজানে কুয়েতের মার্কেটে বিশেষ মূল্যছাড়

মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের মতোই কুয়েতে শনিবার (০২ এপ্রিল) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। এ রমজান উপলক্ষে দেশটির বিভিন্ন সুপারশপ ও গ্রান্ড হাইপার মার্কেটগুলোতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ওপর চলছে বিশেষ মূল্যছাড়।

স্থানীয়দের পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় যোগ দিয়েছে প্রবাসী বাংলাদেশিরাও। মূল্যছাড়ে কেনাকাটা করতে পেরে তারা মহাখুশি। সরকারের সময়োপযোগী পদক্ষেপের সাধুবাদ জানিয়েছেন তারা।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখেই কুয়েতে পালিত হয় পবিত্র মাহে রমজান। দেশটিতে রমজান মাস এলেই সরকারের নির্দেশনায় বিভিন্ন শপিংমল ও সরকারি কো-অপারেটিভ মার্কেটগুলোতে দেওয়া হয় বিশেষ মূল্যছাড়। এর ফলে স্থানীয় নাগরিকসহ প্রবাসীরা নিজেদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সুলভ মূল্যে কিনতে পারে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এদিকে পবিত্র রমজান মাসে ক্যাফে, রেস্তোরাঁ ও এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করার একটি নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। এতে বলা হয়েছে, মালিকরা তাদের বিভিন্ন কাজের জন্য ইফতারের সময়ের ২ ঘণ্টা আগে তাদের প্রতিষ্ঠান খুলতে পারবে। এ সিদ্ধান্ত রমজানের প্রথম দিন থেকেই কার্যকর হয়েছে।

এ আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কুয়েত সরকার।

এসএইচ-০১/০৩/২২ (আন্তর্জাতিক ডেস্ক)