প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ ইমরান খানের

পাকিস্তানের সংবিধানের আর্টিকেল পাঁচের বিরোধী উল্লেখ করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট বাতিল করেছেন স্পিকার।

এর একটু পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন তিনি বর্তমান সংসদ ভেঙে দিতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে পরামর্শ দিয়েছেন। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানী প্রভাবশালী গণমাধ্যম ডনের অনলাইন সংস্করণ।

পাকিস্তানের ডেপুটি স্পিকার কাসিম সুরি অনাস্থা ভোট বাতিলের পরই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইমরান। বলেছেন, ডেপুটি স্পিকার বিদেশে ষড়যন্ত্রে পাকিস্তানের শাসক বদলানোর কৌশল প্রত্যাখান করেছেন।

ইমরান খানের দাবি, তিনি আরও অনেকের কাছ থেকে বার্তা পেয়েছেন যারা জাতির সামনে হতে যাওয়া বিশ্বাসঘাতকতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি বলেন, ‘আমি বলতে চাই, ঘাবড়াবেন না। আল্লাহ পাকিস্তানকে দেখছেন।’

এসময় লিখিতভাবে সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি প্রেসিডেন্টকে জানানোর কথা বলেছেন ইমরান। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সবকিছুই জনগণের কাছে যাওয়া উচিত। নির্বাচন হবে, জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চান।

এসএইচ-১৪/০৩/২২ (আন্তর্জাতিক ডেস্ক)