গ্রিসের কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৮

বিপজ্জনক উপাদান নিয়ে গ্রিসের উত্তরাঞ্চলে কাভালা শহরের কাছে পালেচোরি গ্রামে একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এ নিয়ে সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী নেবোজসা স্টেফানোভিক বলেন, আন্তোনভ অ্যান-১২ মডেলের এই কার্গো প্লেনটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি। শনিবার এটি সার্বিয়া থেকে জর্ডানে যাচ্ছিল। এতে ১১ টন অস্ত্রের পাশাপাশি খনিজ উপাদান ছিল যা বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে, মাঝআকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানালেও পরে প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্লেনটিতে থাকা আটজন ক্রু সদস্যই মারা গেছেন। রোববার ভো বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভোগা দুই দমকলকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে,প্লেনটিতে আগুনে পুড়তে পুড়তে নিচে নামছে এবং এটি মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন বিধ্বের দুইঘণ্টা পরেও দুর্ঘটনাস্থলে আগুনের গোলা দেখা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ইউক্রেন, সার্বিয়া বা জর্ডানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসএইচ-১১/১৭/২২ (আন্তর্জাতিক ডেস্ক)