পাকিস্তানে শত কোটি ডলার বিনিয়োগ সৌদির

পাকিস্তানে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের নির্দেশনা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। পাকিস্তান ও তার জনগণকে সমর্থন করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সৌদি বার্তা সংস্থার বরাতে আরব নিউজ এমন খবর দিয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও পাকিস্তানে তার সমকক্ষ বিলওয়াল ভুট্টো জারদারির মধ্যে ফোনালাপের পর বাদশাহ সালমানের এই নির্দেশনা এসেছে।

এ সময়ে দুপক্ষের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হয়েছে। এক টুইটবার্তায় বিলাওয়াল বলেন, পাকিস্তানে সৌদি বিনিয়োগকে আমি সমর্থন জানাচ্ছি। এ সময়ে নজিরবিহীন বন্যায় পাকিস্তানে যে বিপর্যয় ঘটেছে, তা নিয়ে ফারহানের সঙ্গে তিনি কথা বলেন।

পাকিস্তানকে সৌদির সম্ভাব্য সব সহায়তা ও সংহতির সর্বাত্মক মূল্যায়ন করার কথাও জানান বিলাওয়াল ভুট্টো।

এসএইচ-১২/২৬/২২ (আন্তর্জাতিক ডেস্ক)