বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগেই দেশটির পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য সুখবর দিল ঢাকা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পদ্মার ইলিশ পেতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বাঙালিরা।
বাংলাদেশের ৪৯ জন রফতানিকারককে ভারতে মোট ২৪৫০ মেট্রিকটন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।
অর্থাৎ ৪৯ জন রফতানিকারকের প্রত্যেককে ৫০ টন করে ইলিশ রফতানির অনুমোদন দেয়া হয়েছে। গত বছর দেশটিতে ১ হাজার ৪০০ টন ইলিশ রফতানি করেছিল বাংলাদেশ।
রোববার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত এক নোটিশ জারি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের স্মারক নম্বর ২১-১১৭ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সৈয়দ আনোয়ার মকসুদ নামে পশ্চিমবঙ্গের একজন আমদানিকারক সময় সংবাদকে জানান, আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার থেকে ভারত-বাংলাদেশের পেট্রাপোল স্থল সীমান্ত দিয়ে ইলিশ আমদানি শুরু করা হবে।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে দুই দফায় ১১৫টি প্রতিষ্ঠানকে ভারতে মোট ৪ হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হলেও ১ হাজার ৪০০ টন ইলিশ রফতানি হয়।
এসএইচ-২২/০৪/২২ (আন্তর্জাতিক ডেস্ক)