চিকিৎসায় নোবেল পেলেন সোয়ান্তে প্যাবো

চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের সোয়ান্তে প্যাবো।

সোমবার নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সোয়ান্তে প্যাবো।

বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে- আমরা কোথা থেকে এসেছি, আমাদের আগে যারা এসেছে তাদের সঙ্গে আমরা কীভাবে সম্পর্কিত, কীভাবে আমরা অন্য একই গোত্রের জীবের চেয়েও ভিন্ন হয়ে উঠেছি; এসব বিষয় নিয়েই গবেষণা করেছেন সুইডিশ জিনতত্ত্ববিদ সোভান্তে।

এসএইচ-০২/০৩/২২ (আন্তর্জাতিক ডেস্ক)