আগামী বছরের মে’তে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক

আগামী বছর মে মাসে হবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। বাকিংহাম প্যালেস মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে। খবর এপির।

জানানো হয়, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ৬ মে হবে আনুষ্ঠানিকতা। ক্যান্টারবুরি গির্জার আর্চবিশপ পড়াবেন শপথবাক্য।

সাধারণত ৩ ঘণ্টা ধরে হয় রাজ্যাভিষেক। কিন্তু এবার সীমিত পরিসরে আয়োজন সারা হবে। থাকবেন স্বল্পসংখ্যক অতিথি।

গত ৮ সেপ্টেম্বর রানির মৃত্যুর পরপরই রাজা ঘোষিত হন ৭৪ বছর বয়সী চার্লস। কিন্তু সিংহাসনে আরোহণের দিন মুকুট পরিধানের পাশাপাশি রাজদণ্ড ও গোলক হাতে নেবেন দেশ-রাজত্ব রক্ষার শপথ।

দীর্ঘ সাত দশক পর এই আয়োজনের সাক্ষী হতে যাচ্ছে গোটা বিশ্ব। সবশেষ ১৯৫৩ সালে রানি হিসেবে মসনদে বসেছিলেন দ্বিতীয় এলিজাবেথ।

উল্লেখ্য, একইদিন পৃথক অনুষ্ঠানের মাধ্যমে মুকুট পরিধান করবেন কুইন কনসর্ট ক্যামিলা।

এসএইচ-০৭/১২/২২ (আন্তর্জাতিক ডেস্ক)