মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ৫০১

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৫০১ জন আটক হয়েছে। তারা অনেকদিন ধরেই দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিল।

স্থানীয় সময় শুক্রবার রাতের দিকে সেলাঙ্গর রাজ্যের সেকশন ২২-এর একটি শিপিং কোম্পানীর গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেলাঙ্গর রাজ্যের অভিবাসন বিভাগের উপ-পরিচালক তরমিজি তালিব আলির নেতৃতে এই অভিযানে যোগ দেন সেলাঙ্গর রিইনফোর্সমেন্টের ৭৮ জন কর্মকর্তা ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ৪ জন কর্মকর্তা।

আটক বিদেশিদের মধ্যে রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কার নাগরিক। আটকৃতদের সবার বয়স ১৫ থেকে ৫২ বছরের মধ্যে।

আটকৃতদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের অনেকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না। তারা অবৈধভাবেই দেশটিতে বসবাস করছিল।

অভিবাসন বিভাগের উপ-পরিচালক জানান, আটকৃতদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

দেশটির কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এসব অবৈধ অভিবাসীর কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন এবং স্থানীয় জনসাধারণের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

এসএইচ-২০/১৫/২২ (আন্তর্জাতিক ডেস্ক)