মালয়েশিয়ার নির্বাচনে জয় নিশ্চিত সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিনের

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ইতোমধ্যে ফল ঘোষণাও শুরু হয়ে গেছে। ন্যাশনাল অ্যালায়ান্সের (পিএন) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন জয় নিশ্চিত করেছেন। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জহুরের পাগোহ আসনে নির্বাচিত হয়েছেন তিনি।

শনিবার  সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় সন্ধ্যা ৬টায়। এরপরই শুরু হয় ভোট গণনা। ভোটের আগে একাধিক জনমত জরিপে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস দেয়া হয়। ভোটের ফলাফলেও তেমনটাই দেখা যাচ্ছে।

সিএনএ’র লাইভ আপডেট বলছে, বারিসান ন্যাশনালের (বিএন) নেতা ও তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী টেঙ্কু জাফরুল পরাজিত হয়েছেন।

কুয়ালা সেলাঙ্গর আসনে তাকে হারিয়ে দিয়েছেন আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপানের (পিএইচ) জুলকেফলি আহমাদ।

এদিকে নিক্কেই এশিয়ার লাইভ আপডেট তথ্য বলছে, আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) ৬৪টি আসনে এগিয়ে রয়েছে। মহিউদ্দিনের ন্যাশনাল অ্যালায়ান্স (পিএন) এগিয়ে রয়েছে ৩৯ আসনে। আর ইসমাইল সাবরির ইউনাইটেড মালয়স বারিসান ন্যাশনাল (ইউএমএনও) এগিয়ে রয়েছে ১৯টি আসনে।

এসএইচ-২১/১৯/২২ (আন্তর্জাতিক ডেস্ক)