এপ্রিলে তুরস্ক সফর করতে পারেন পুতিন

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে আগামী মাসে তুরস্ক সফর করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল বুধবার এ কথা বলেন।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মেরসিন প্রদেশের আক্কুয়ু শহরে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটির চুল্লি নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)।

এরদোয়ান দেশটির বেসরকারি সম্প্রচারমাধ্যম এটিভিকে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পুতিনের আগামী ২৭ এপ্রিল তুরস্কে আসার সম্ভাবনা রয়েছে। অথবা তাঁরা অনলাইনে যুক্ত হয়েও উদ্বোধনী অনুষ্ঠান করতে পারেন।

গতকালই এরদোয়ান জানান, ২৭ এপ্রিল আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর প্রথম ইউনিটে প্রথম জ্বালানি লোড করা হবে।

পুতিন তুরস্ক সফরের পরিকল্পনা করছেন বলে ইতিমধ্যে তুর্কি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত সোমবার অবশ্য অস্বীকার করে ক্রেমলিন।

গত শনিবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, পুতিন ও এরদোয়ানের মধ্যে ফোনালাপ হয়েছে। এ সময় দুই নেতা আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ জ্বালানি খাতে যৌথ কৌশলগত প্রকল্পের সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।

তুরস্ক ২০২৩ সালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম চুল্লি চালু করার পরিকল্পনা আগেই ঘোষণা করেছিল।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ক্রেমলিন। এ পরোয়ানাকে আইনত অকার্যকর বলে বর্ণনা করে মস্কো। কারণ, আইসিসি গঠনের চুক্তিতে রাশিয়া সই করেনি। তুরস্কও এ চুক্তিতে নেই।

এসএ-১৮/৩০/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)