বার্লিনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হিংস্র বন্য সিংহ, জরুরি অবস্থা জারি

বার্লিনের দক্ষিণাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে হিংস্র-মাংসাশী এক সিংহী। এ ব্যাপারে লোকালয়ের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জার্মান কর্তৃপক্ষ।

তবে আতঙ্কে ঘরের বাইরেই বের হতে পারছেন না বাসিন্দারা। খবর বিবিসির।

বৃহস্পতিবার সকালেই রাজধানী ও আশপাশের তিনটি জেলায় সতর্কতা জারি করা হয়। এখনও বহাল আছে এই জরুরি অবস্থা। বাসিন্দাদের ঘরে থাকার পাশাপাশি, তাদের পোষা প্রাণীদের নিরাপদে রাখার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, পুলিশের বিশাল বাহিনী এ বিষয়ে অনুসন্ধানে নেমেছে। প্রত্যেকটি দলের সাথে রয়েছে অভিজ্ঞ পশু চিকিৎসক এবং শিকারীরা। তল্লাশিতে ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার। লাউড স্পিকারের মাধ্যমে স্থানীয়দের বারবার সতর্কবার্তা দেয়া হচ্ছে।

জানা গেছে, বার্লিনের দুটি চিড়িয়াখানা অথবা সার্কাস থেকে কোনো সিংহই নিখোঁজ হয়নি। সুতরাং লোকালয়ে দেখা যাওয়া সিংহীটি একেবারেই বন্য বলে জানিয়েছে বন বিভাগ।

এসএইচ-০৬/২১/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)