জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে জো বাইডেন

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন মাকিন প্রেসিডেন্ট জে বাইডেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁর ‘এয়ারফোর্স ওয়ান’। এসময় বাইডেনকে স্বাগত জানান দেশটির অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিংহ।

নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হবে শনিবার সকালে। তার আগেই শুক্রবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট।

মোদীর ৭ লোককল্যাণ মার্গের বাসভবনে যোগ দেবেন নৈশভোজে। আগামী দু’দিন দিল্লির আইটিসি মৌর্য শেরাটনে বিশেষ প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন হোয়াইট হাউসের বাসিন্দা। বাইডেন এবং তাঁর প্রতিনিধি দলের জন্য হোটেলের প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর স্ত্রী জিল বাইডেনের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে আমেরিকার প্রেসিডেন্টের নয়াদিল্লি আসার ‘সম্ভাবনা’ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান জানান, বাইডেন কোভিড নেগেটিভ। তিনি দিল্লিতে আসছেন।

এআর-০৫/০৮/০৯ (আন্তর্জাতিক ডেস্ক)