ভারতকে নিয়ে চীনের বিস্ফোরক মন্তব্য

জি-২০ সম্মেলনে ভারতের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে চীন। জি-২০ সম্মেলনে ভারত তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ণ করছে এবং চীনের স্বার্থকে ক্ষুণ্ণ করছে। দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে এমন তথ্য জানিয়েছে চীনের থিংক ট্যাঙ্ক।

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হওয়া দুইদিন ব্যাপী জি-২০ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা যোগ দিয়েছেন। কিন্তু এতে উপস্থিত নেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

তার অনুপস্থিতির বিষয়ে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে থাকা চায়না ইনস্টিটিউট অফ কনটেম্পরারি ইন্টারন্যাশনাল রিলেশনের কঠোর সমালোচনা করা হয়েছে।

থিংক ট্যাঙ্গ বলছে, ভূরাজনীতির সুযোগ নিয়ে ভারত বিশ্ব মঞ্চে নিজেদের ডামাঢোল বাজাচ্ছে। এর ফলে জি-২০ সম্মেলনের আয়োজক এই দেশটি শুধু তাদের দায়িত্বের অবহেলা করছে না। এর মাধ্যমে তারা আরও সমস্যা তৈরি করছে।

এদিকে জি-২০ সম্মেলনে যোগ দেয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গ্রেপ্তার হওয়ার আতঙ্কে তিনি এ সম্মেলন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

এসএইচ-১৩/০৯/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)