যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ৬ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৬ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এক শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

পাওয়ারআউটেজের তথ্যানুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত টেনেসির ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন ছিল।

মন্টগোমারি কাউন্টির মেয়র ওয়েস গোল্ডেন এক বিবৃতিতে বলেছেন, ‘এটি আমাদের সম্প্রদায়ের জন্য একটি দুঃখজনক দিন। যারা প্রিয়জন হারিয়েছেন বা আহত হয়েছেন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আমরা প্রার্থনা করছি।

এদিকে রাজ্যটির জরুরিপরিষেবার কর্মকর্তারা লোকজনকে রাস্তা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। কারণ তারা বিভিন্ন এলাকায় জরুরি সেবা দিতে দ্রুত ছুটে যাচ্ছেন।

এসএ-০৮/১২/১০ (আন্তর্জাতিক ডেস্ক)