রুম হিটার থেকে আগুন লেগে প্রাণ হারিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বরেলি জেলার ফরাখপুরের একই পরিবারের ওই ৫ সদস্য।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রুম হিটার থেকে লাগল আগুন লেগে গেলে শীতের রাতে দরজা বন্ধ থাকায় ঘর ধোঁয়ায় ভরে যায়। এতে অক্সিজেনের অভাবে ওই পরিবারটির এক দম্পতি এবং তাদের তিন সন্তানের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তকারীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ওই বাড়ির ১টি ঘরে ২টি রুম হিটার ছিল। এর একটিতে বৈদ্যুতিক সংযোগ ছিল, হিটারের তার পুড়ে আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলেন পরিবারের সদস্যরা। এতে তারা আগুন লাগার ঘটনা বুঝতেই পারেননি।
তবে বাড়ির মূল দরজাটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। পুলিশের সন্দেহ এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, ভেতরের দিকে তালা লাগানোর ব্যবস্থা না থাকায় কৌশলে পরিবারটি মূল দরজায় বাইরে তালা লাগিয়ে দিত। ওই বাড়ির ভেতর থেকে চাবি পাওয়া গেছে।
ঘটনাস্থল পরীক্ষা করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মরদেহগুলো ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এআর-০৫/২৯/০১ (আন্তর্জাতিক ডেস্ক)