হঠাৎ শেকল ছিঁড়ে লোকালয়ে সার্কাসের হাতি, আতঙ্ক

লালমনিরহাট শহরের রেলওয়ে সোহরাওয়ার্দী খেলার মাঠে শুরু হওয়া হস্ত ও কুঠির শিল্প মেলার লায়ন সার্কাসের গাছে বেঁধে রাখা হাতি সোমবার দুপুরে পায়ের শেকল ছিঁড়ে ঢুকে পড়ে লোকালয়ে।

এ সময় হাতিটি রাস্তার পাশের বেশ কয়েকটি গাছ, একটি রেস্টুরেন্টের আংশিক, বিদ্যুতের খুঁটি ও বেশ কয়েকটি সীমানা পিলার ভেঙে ফেলে। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে হাতিটি স্টেশনের দক্ষিণ আউটারের রেললাইন সংলগ্ন একটি পুকুকের পানিতে নেমে পড়লে ভিড় জমান উৎসুক জনতা। খবর পেয়ে স্থানীয় পুলিশ, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্থ রেস্টুরেন্টের মালিক মো. মজিবর রহমান মেলা কতৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। এ ব্যাপারে মেলা কতৃপক্ষের প্রতিনিধি মো. সাগর খান বলেন, দোকান মালিকের সাথে কথা বলে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে।

লায়ন সার্কাসের মালিক প্রণয় কুমার বলেন, আকস্মিক এ ঘটনায় আমরা কিছুটা হতাশ। হাতিটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর সময় সংবাদকে জানান, সার্বিক নিরাপত্তার সার্থে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাট সদর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ-১৯/২৮/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)