‘ফোনে অন্যের সঙ্গে কথা’ বলায় স্ত্রীকে হত্যা

ফোনে অন্যের সঙ্গে কথা বলার জেরেই স্ত্রী মীমকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন স্বামী শাকিল হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

এর আগে, বুধবার উপজেলার রণবীরবালা গ্রামের গৃহবধূ মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর থেকেই নিহতের বাবা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিলেন।

এ ঘটনায় বুধবার রাতেই জামাতা শাকিলকে এক নম্বর আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করেন মীমের বাবা মজনু মিয়া।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল জানায়, ফোনে অন্যের সঙ্গে কথা বলায় দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল তাদের। বুধবার মধ্যরাতে কলহের এক পর্যায়ে মীমের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন শাকিল।

পরে আত্মহত্যার নাটক সাজাতে মীমের মরদেহ ঘরের ভেতর বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখে। পুলিশ আসার খবর পেয়ে আগেই সেখান থেকে নামিয়ে বিছানায় রাখার কথাও স্বীকার করেন শাকিল।

মামলার বাকি আসামিরা হলেন- শাকিলের ফুফু সান্ত্বনা, দাদি মর্জিনা ও চাচা সেলিম হোসেন। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এসএইচ-১৮/২৮/২২ (আঞ্চলিক ডেস্ক)