ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড অলিভিয়ে জিরুর

কাতার বিশ্বকাপে ফ্রান্সের প্রথম প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। গ্রুপপর্বের ওই ম্যাচেই ৩-১ গোলে জয় পায় সাবেক চ্যাম্পিয়নরা। আর প্রথম ম্যাচে দুটি গোল করে নজর কাড়েন অলিভিয়ে জিরু। ওইদিন ফ্রান্সের জার্সি গায়ে দিয়ে সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি।

রোববার নকআউট পর্বে পোল্যান্ডের বিপক্ষে প্রথম গোলটি করে অঁরির রেকর্ড ভাঙেন ৩৬ বছর বয়সী এ ফুটবলার। নকআউট পর্বের ম্যাচটিতে ৩-১ গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এপির খবরে বলা হয়, এমবাপ্পের সহায়তায় করা এ গোলটি ফ্রান্সের জার্সি গায়ে করা তার ৫২ তম গোল। অলিভিয়ে জিরু এখন দেশটির হয়ে সর্বোচ্চ গোলদাতা। রেকর্ডভাঙা গোলটি করার পর জিরু বলেন, আমি মনে মনে এমন একটি গোলের কথাই ভাবছিলাম। গোল দেয়ার পর বেশ স্বস্তি পেয়েছিলাম। তবে জেতার জন্য তখনো আমাদের লক্ষ্য ছিল আরো বেশি গোল করা।