বয়কট ঘোষণার পর প্রথম কাতার সফরে আমিরাতের প্রেসিডেন্ট

সংযুক্ত আরব আমিরাতের প্রসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আকস্মিক সফরে কাতার গিয়েছেন। রাজনৈতিক বিরোধের জেরে ২০১৭ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন চারটি দেশ কাতারকে বয়কট ঘোষণা দেয়ার পর এই প্রথম সোমবার ইউএই’র প্রেসিডেন্ট দোহায় গেলেন।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের প্রতিবেদনে বলা হয়, রাজধানী দোহায় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাক্ষাত হয়েছে। এতে বলা হয়েছে, ‘দুই দেশ এবং দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান কাতার সফর করছেন।