সৌদির সাথে ৩৪টি চুক্তি সই চীনে

সৌদি আরবের সাথে ৩৪টি চুক্তিতে সই করেছে চীন। বুধবার দেশটির প্রধানমন্ত্রী এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতের পর এ চুক্তি স্বাক্ষর হয়। জানানো হয়, পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, নির্মাণ এবং অন্যান্য শিল্প খাতে বিনিয়োগ করবে চীন।

প্রাথমিক তথ্য অনুসারে, দুই দেশের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। যার মধ্যে রয়েছে ‘হুয়াওয়ে’ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রবেশাধিকারও। মহামারির পর চলমান যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেয়ায় আন্তর্জাতিক চাপে রয়েছে চীন। এদিকে, জ্বালানির দাম না কমানোয় সৌদি আরবের ওপরও ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। এরমাঝেই চুক্তিবদ্ধ হলো দেশ দুটি।