৯৬ সালে জামায়াতের সঙ্গে আ.লীগও জোট করেছিল

১৯৯৬ সালে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগও জোট করেছিল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বুধবার মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা দাবি করে, সেই আওয়ামী লীগও কিন্তু জামায়াতের সঙ্গে জোট করেছিল। তিনি বলেন, নীতিগত প্রশ্নে বিএনপি কখনও পাকিস্তানের ভাবাদর্শ বা ধ্যানধারণায় বিশ্বাস করে না। বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। আজ আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, একাত্তরের দোসররা ভালো করেই জানতো, বুদ্ধিজীবীদের হত্যা করতে পারলে বাংলাদেশকে মেরুদন্ডহীন করা যাবে। এর আগে, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।