ময়মনসিংহের মুক্তাগাছায় বিদ্যালয় থেকে নতুন বই আনতে গিয়ে ইঞ্জিনচালিত ট্রলির চাপায় সানজিদা আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার কালিবাড়ী-চেচুয়া সড়কে হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১০ বছর বয়সী নিহত সানজিদা ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী কাদের মিয়ার মেয়ে এবং একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ জানান, সকালে বিদ্যালয়ে নতুন বই নিতে আসে সানজিদা। বই দেয়ার আগে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে খেলায় মেতে ছিল সে।
এ সময় ইঞ্জিনচালিত একটি ট্রলি ব্রেকফেল করে বিদ্যালয়ের গেটে ঢুকে পড়ে। এতে ট্রলিচাপায় ঘটনাস্থলেই সানজিদার মৃত্যু হয়। পরে চালক মেহেদি হাসানকে আটক করে আশপাশের মানুষ।
ওসি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আটক চালককে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এআর-০৯/০১/০১ (আঞ্চলিক ডেস্ক)