নিজের ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন করবেন আব্দুস সাত্তার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন সদ্য পদত্যাগ করা বিএনপি নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।

রোববার (১ জানুয়ারি) বিকেলে তার পক্ষে সাদ মোহাম্মদ রশিদ নামে এক ব্যক্তি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান।

১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা জাগো দলের মাধ্যমে বিএনপির সঙ্গে পথ চলা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ৫ বারের এমপি উকিল আব্দুস সাত্তার ভূইয়ার।

সর্বশেষ দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপির এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। এরপর গত বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টাসহ সকল পদ থেকে পদত্যাগ করতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৫ বারের এমপি ছিলেন। আগামী ১ ফেব্রুয়ারি তার ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এআর-১১/০১/০১ (ন্যাশনাল ডেস্ক)