চিরনিদ্রায় শায়িত খন্দকার মাহবুব

রাজধানীর আজিমপুর কবরস্থানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে সমাহিত করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে বাদ জোহর খন্দকার মাহবুবের সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, গত ২৬ ডিসেম্বর অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ফুসফুসে পানি আসায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এআর-০২/০২/০১ (ন্যাশনাল ডেস্ক)