সাকিবের তাণ্ডবে রানের পাহাড় বরিশালের

সাকিব আল হাসানের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের চতুর্থ ম্যাচে শনিবার সিলেট স্টাইকার্সের মুখোমুখি হয় বরিশাল।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশালেন মেহেদি হাসান মিরাজ। প্রথমে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৭.২ ওভারে স্কোর বোর্ডে ৬৭ রান জমা করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও চাতুরঙ্গা ডি সিলভা।

উড়ন্ত শুরুর পর রান সংগ্রহের গতি ধরে রাখেন সাকিব আল হাসানরা। ৩২ বলে ৭টি চার আর চার ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৭ রান করেন সাকিব।

২৫ বলে ৩৬ রান করেন ওপেনার চাতুরঙ্গা ডি সিলভা। ২১ বলে ২৯ রান করেন এনামুল হক বিজয়। সাকিব-ডি সিলভা আর বিজয়ের কল্যাণে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল। চলতি বিপিএলে কোনো দলের এটাই দলীয় সর্বোচ্চ স্কোর।

এর আগে দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৬ রান করে রংপুর রাইডার্স। টার্গেট তাড়ায় ১৪২ রানে অলআউট হয় সাবেক চ্যাম্পিয়নরা।

এসএ-০৭/০১/২৩ (বিনোদন ডেস্ক)