আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি হচ্ছে শীতের পাখি। শীত এলে অতিথি পাখিরা যেমন এ দেশে এসে মাছ খেয়ে, ধান খেয়ে মোটা হয়ে চলে যায়; তেমনি বিএনপির নেতা-কর্মীদেরও শুধু ভোটের সময় দেখা যায়। সারা বছর আর তাদের দেখা যায় না। তারা মানুষের জন্য নয়, শুধু নিজেদের জন্য রাজনীতি করে।’
রোববার বেলা দেড়টার দিকে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘১৪ বছর আগে সৈয়দপুরসহ রংপুর অঞ্চলের চেহারা দেখেন, আর আজকের চেহারা দেখেন। অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলেই লুটেপুটে খায়।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে তথা সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, সাংবিধানিক নিয়মে সময়মতোই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচনে তারা নৌকার বিজয় ঠেকাতে পারবে না।’
এআর-০৩/১৫/০১ (ন্যাশনাল ডেস্ক)