সিরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫৩

শক্তিশালী ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যুর ঘটনায় সিরিয়া এখন সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্র রয়েছে। এর মধ্যে দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন অন্তত ৫৩ জন।

সিরিয়া সরকারের অভিযোগ, এ হামলার পেছনে ইসলামিক স্টেটস (আইএস) জড়িত। তবে আইএসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি দেওয়া হয়নি। গত এক বছরের বেশি সময়ের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর-শোখনা শহরের মরুভূমিতে গতকাল শুক্রবার সকালে এলোপাতাড়ি গুলি চালায় আইএসের সন্ত্রাসীরা। এতে অন্তত ৫৩ জন নিহত হন।

স্থানীয় পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ আদি জানান, হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৪৬ জন বেসামরিক মানুষ ও সাতজন সিরীয় সেনা রয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকালের ওই হামলার খবর নিশ্চিত করেছে।

একই দিন সিরিয়ায় আইএসের একজন জ্যেষ্ঠ নেতাকে ধরার জন্য তল্লাশি অভিযান চালায় মার্কিন সেনারা। এ সময় বিস্ফোরণে চার সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

এক দশকের বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এর মধ্যে বিভিন্ন সময় দেশটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

এআর-০২/১৮/০২ (আন্তর্জাতিক ডেস্ক)