গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩৬

গ্রিসে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৬৬ জন। মঙ্গলবার সন্ধ্যায় লারিসার কাছে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত দুটি ট্রেনের একটি যাত্রীবাহী, অপরটি মালবাহী ছিল।

গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি গাড়ি উপস্থিত হয়। তবে কী কারণে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই ট্রেন দুটি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল।

এআর-০৩/০১/০২ (আন্তর্জাতিক ডেস্ক)