মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার গোল উৎসব

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র কুরাকাও এর সঙ্গে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা।

বুধবার বাংলাদেশ সময় সকালে নিজেদের মাঠে সান্তিয়াগো দেল এস্তেরোতে বিরতির আগেই পাঁচ গোল দেন মেসিরা। দ্বিতীয়ার্ধে আসে আরও দুই গোল।

কুরাকাও গোলরক্ষক এলয় রুম ৯টি সেভ করেন। তা না হলে আর্জেন্টিনার জয়ের ব্যবধান আরও বাড়ত।

এদিকে এই ম্যাচে তারকা খেলোয়াড় লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক। ম্যাচের ২০ থেকে ৩৭ মিনিট এই ১৭ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই বিশাল জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি।

এছাড়া আরেকটি গোলে অবদানও রাখেন। প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে আরও গোল করেন নিকোলাস গঞ্জালেজ ও এঞ্জো ফার্নান্দেজ।

দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোলের দেখা পান দি মারিয়া। শেষদিকে গঞ্জালো মন্তিয়েল আরেকটি গোল করেন।

ম্যাচে ৬০ শতাংশ সময় বল দখলে ছিল আর্জেন্টিনার। গোল পোস্ট বরাবর ২৭টি শর্ট নেয় মেসির দল। খেলার ছয় মিনিটেই মেসি কাঙ্ক্ষিত শততম গোলের রেকর্ড ছূঁয়ে ফেলেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা আর্জেন্টিনা ৮৬ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা কুরাকাও এর প্রতি আক্রমণের পর আক্রমণ গড়ে তোলে। চার মিনিটের ব্যবধানে আরও তিনটি শর্ট নেয় গোল পোস্টে।

৩৩তম মিনিটে গঞ্জালেজের পাসে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান। ৩৭তম মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে হ্যাটট্রিক করেন।

৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল দেন দি মারিয়া। ৮৭তম মিনিটে দিবালার পাসে সপ্তম গোলটি করেন মন্তিয়েল।

খেলা শেষে মেসি, দি মারিয়া, গঞ্জালেজ, ফার্নান্দেজরা মাঠ ছাড়ে উৎসবমুখর পরিস্থিতিতে।

এআর-০৪/২৯/০৩ (স্পোর্টস ডেস্ক)