জার্মানির অর্থমন্ত্রী আকস্মিক সফরে কিয়েভে

জার্মানির অর্থ ও জ্বালানিবিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক আজ সোমবার আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন। যুদ্ধপরবর্তী ইউক্রেনের পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য হাবেক কিয়েভে সফর করছেন। সফরে তাঁর সঙ্গে জার্মানির একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধিদল রয়েছে।

হাবেকের মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেন যে তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। তবে নিরাপত্তার কারণে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান।

জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়, হাবেক ট্রেনে করে কিয়েভে পৌঁছান। জার্মানির সর্বাধিক প্রচারিত বিল্ড পত্রিকা জানায়, কিয়েভের রেলস্টেশনে হাবেক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। যুদ্ধে ইউক্রেন জয়ী হবে, ইউক্রেন পুনর্গঠন করা হবে—এই বিশ্বাসের কথা জানান দিতেই তিনি কিয়েভ সফর করছেন।

হাবেক জার্মানির ভাইস চ্যান্সেলরেরও দায়িত্ব পালন করছেন। তাঁকে উদ্ধৃত করে বিল্ড জানায়, ভবিষ্যতে ইউক্রেন অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি অংশীদার হবে।

এআর-১১/০৩/০৪ (আন্তর্জাতিক ডেস্ক)